ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ভূতপুর জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরীর ৩৯তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বুধবার (৪ঠা মে) মরহুমের নাতিন মোঃ নাসের খান চৌধুরীর আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাদ জহুর বাহাদুরপুর চৌধুরী বাড়ি জামে মসজিদে জননেতা নাসের খান চৌধুরীর সভাপতিত্বে মরহুমের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, আশরাফ হোসেন খান চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মনজুরুল হাসান, মাওলানা শাহজাহান কবীর, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মো. আবদুস সালাম খোকন সিকদার প্রমুখ। পরে মাওলানা শিব্বির আহম্মেদ বাচ্ছু মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
মোনাজাতের পর মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী ও সাবেক ৪বারের এমপি খুররম খান চৌধুরীর করব সহ অন্যান্যদের কবর জিয়ারত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে ১৩ ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, মেহেদী হাসান শুভ, সাফায়েত আহম্মেদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৮৩ সনে জমিদার আশরাফ হোসেন খান চৌধুরী মৃত্যুবরণ করেন।