ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে ১লা মে রবিবার বাঁশহাটি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার আয়োজনে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টার্গেট ফাইন নীট ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর আজহারুল ইসলাম ভূইয়া,ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপধাক্ষ্য ও বিএমএ ময়মনসিংহ শাখার সাবেক সভাপতি ডাঃমতিউর রহমান ভূইয়া,নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী সপ্বন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সাহান, সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান রানা সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকাবাসী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।