ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে শনিবার (৩০ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় পূনিমা রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, শাহ মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, মাওলানা হাবিবুর রহমান, রফিকুল ইসলাম মোড়ল, এইচএম সাইফুল্লাহ, আবু হানিফ সরকার, রমজান আলী, ফরিদ মিয়া, প্রভাষক এহসানুল হক তানভীর, আব্দুর রাশিদ মাস্টার, মাহাবুব আলম খান, মাহদুদুল হাসান পারভেজ, আবু হানিফা সহ নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।