ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকার পর্যন্ত ৪টি প্রশাসনিক বিভিন্ন কমিটির গুরুতপূর্ন সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা হাসপাতাল সভাকক্ষে স্বাস্থ্য সেবা কমিটির সভা সভাপতি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে হল রুমে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা এনজিও বিষয়ক কমিটির ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সর্বশেষ উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সকল সভায় মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত থেকে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন। সভায় কমিটির সদস্যবৃন্দ ইউপি চেয়ারম্যান সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রীকে ধর্ষনের চেষ্ঠার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন সহ ধর্ষন চেষ্ঠার সাথে জড়িত ফয়সাল সহ অপর দুইজনকে জরুরী গ্রেফতার সহ দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয় এবং সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।