ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগনের উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা পরিষদ সংলগ্ন নন্দন ফুডে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে শিক্ষক নেতা, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্পাদক রবিউল নেওয়াজ ভুইয়া ফরিদের সভাপতিত্বে ও নজরুল ইসলাম ফকির সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিছ আলী ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, সাবেক শিক্ষক নেতা মো ইকবাল, সাবেক শিক্ষক নেতা হাসিম উদ্দিন,শিক্ষক নেতা মর্তুজ আলী, আশরাফুল হান্নান, হুমায়ুন কবীর, শাহ আলম, সুভাগ্য সাহা, মোস্তাফিজুর উজ্জল,রাজিব রায়,দেলোয়ার হোসেন উজ্জল। উক্ত অনুষ্ঠানে শতাধিক শিক্ষক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের কতিপয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।