ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল (২২ এপ্রিল) শুক্রবার গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে খামারবাড়ী ফার্মগেট অনুষ্টিত হয়েছে। আওয়ামীলীগ নেতা ও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে ও ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, চন্ডীপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক আমজাদ খাঁন জিবন, সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী মোস্তাফিজুর রহমান খান রানা, মাহবুবুর রহমান চন্দন, এডভোকেট জুয়েল সহ আরো অনেকেই। এসময় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নান্দাইলের বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।