ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর সমূর্ত্তজামান মহিলা কলেজে অধ্যায়নরত ২য় বর্ষের এক ছাত্রীকে মঙ্গলবার সকালে কলেজে আসার পথে আচারগাঁও ইউনিয়নের সিংদই খালপাড় বাজারে অটোগাড়ী থেকে টেনে হেসরে কলেজ ছাত্রীকে নামিয়ে সিংদই খলাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের কথিত বখাটেপুত্র মোহাম্মদ ডালিম মিয়া (২৫)কর্তৃক শ্লীলতাহানী সহ ছাত্রীকে মারধর করে।
এ সময় ছাত্রীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ডালিম পালিয়ে যায়।ছাত্রীর পিতা বিষয়টি সাথে সাথে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিনকে জানালে তিনি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
উক্ত বিষয়ে ছাত্রীর পিতা ডালিম মিয়া কে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ ঘটনাস্থলে আসামী গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।