ময়মনসিংহের নান্দাইল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (সরকারী অনুমোদন প্রাপ্ত) এক সভা মঙ্গলবার (১২এপ্রিল) উপজেলা সদর শাহনেওয়াজ ভূইঁয়া স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আলোচনায় অংশ গ্রহন করেন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুল হুদা, কমিটির সহ সভাপতি শাম্মী হাসান, কায্যকরি সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নূরুল গনি ভূইঁয়া পলাশ, প্রভাষক মোঃ কামরুল হাসান, মোছাঃ উম্মে কুলসুম প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক জানান, দূর্নীতি প্রতিরোধ কমিটি সরকারীভাবে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কাজ করে। কমিটির মূল কাজ জনগন, ছাত্র/ছাত্রীদের সচেতন করা। কোন বিষয়ে দূর্নীতি নিয়ে সুনিদিষ্ট লিখিত অভিযোগ থাকলে কমিটি বিষয়টি দুদককে অবহিত করে থাকে। ইতি মধ্যে নান্দাইলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর” চালু করা হয়েছে। করোনার কারণে এতদিন সচেতনতামূলক কার্যক্রম বন্ধ ছিল। এখন পুনরায় তা শুরু করা হবে।