ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র গরু ব্যবসায়ী হাজী ছালেক গত বুধবার (৬ই এপ্রিল) নিজ বাড়ী থেকে ক্রয় করার জন্য কেন্দুয়া উপজেলার চিরাং বাজারে যাওয়ার পথে গয়েশপুর গ্রামের জনৈক কাঞ্চন ঠাকুরের বাড়ীর নিকট যাওয়া মাত্র একই গ্রামের মোঃ মজিবুর রহমানের পুত্র কামরুল, শফিকুল ও মৃত শামসুদ্দিনের পুত্র মজিবুর রহমান ও আবদুর রাজ্জাক সহ সুফিয়া খাতুন ও শাহনাজ খাতুন সংঘদ্ধ হয়ে দা ও বাশেঁর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ছালেকের নিকট থেকে ১লাখ ৯৮ হাজার টাকা ছিনাইয়া নিয়ে যায় এবং তাকে বেদম প্রহার করে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসতে দেখে হামলাকারীরা দ্রুত চলে যায়।
এ ব্যাপারে হাজী ছালেক বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ এস.আই মোস্তাক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তাধীন রয়েছে এবং সত্যতা ফেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
গরু ব্যবসায়ী হাজী ছালেক জানান, উল্লেখিত হামলাকারীরা বর্তমানে তাকে সহ তার পরিবারের লোকজনদেরকে খুন করার হুমকী দিচ্ছে। এব্যাপারে হাজী ছালেক উধ্বর্তন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।