সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য বেসরকারি সংস্থা ব্র্যাক আজ মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই উচ্চবিদ্যালয়ে এক শিক্ষার্থী সমাবেশ করেছে।
সকাল ১১টার দিকে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আয়াত আলী ধনি। প্রধান অতিথি হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, ডিভিশন কোর্ডিনেটর পংকজ কুমার বিশ্বাস, ফিল্ড কমিউনিকেটর পরিতোষ চন্দ্র সেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ সালাহ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সাংবাদিক এনামুল হক, আলম ফরাজী,রমেশ কুমার পার্থ, আওয়ামী লীগ নেতা মো. আজিজুল হক, পরিচালনা কমিটির সদস্য মো. রশিদ মিয়া প্রমূখ। সমাবেশে বিদ্যালয়ের তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
ওই সমাবেশে বক্তব্য রাখেন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ছাত্র মোস্তাকীনের মা ফিরোজা আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মোস্তাকীন তাঁর একমাত্র ছেলে ছিল। সিংদই উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। এ বয়সে মোটরসাইকেল চালাতে গিয়ে সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এখন তাঁর কোল খালি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কিশোর বয়সে মোটরসাইকেল না চালানো ভাল। নিয়ম মেনে চালালে সহজে কেউ দুর্ঘটনার শিকার হন না। সাংবাদিক আলম ফরাজী বলেন, পথচারি ও যানবাহনের চালক উভয়কে সচেতন হতে হবে। না হলে দুর্ঘটনার হার বাড়তেই থাকবে।
ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, চালক ও পথচারি উভয়কে সড়কের পাশে লাগানো সাইনবোর্ডে থাকা সাংকেতিক চিহ্নগুলোর মানে বুঝতে হবে। এসব চিহ্নের মানে বুঝার পর আবেদনকারীকে চালক লাইসেন্স দিতে হবে। পরে সড়কে যান চালানোর সময় তা মানতে হবে।