ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামে গত ২১শে মার্চ প্রতিপক্ষ আবুল কাশেম গংদের সাথে আহত সহ প্রায় ৩লাখ টাকার লুটপাটের অভিযোগে ঈশ্বরগঞ্জ থঅনায় ৫জনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় আব্দুল মজিদ ও মোঃ আবুল হাসেম মারাত্মক আহত হয়েছে।
আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কুমারুলী গ্রামের আবুল কালামের স্ত্রী জরিনা খাতুন বাদী হয়ে একই গ্রামের আবুল কাশেম, গিয়াস উদ্দিন, বোরহান উদ্দিন উভয় পিতামৃত আবদুল খালেক, অয়ন মিয়া ও মানিক মিয়ার নামে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারা মূলে মামলা নং ২৪ তারিখ ২৬/৩/২০২২ নথিভূক্ত করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের মিয়া জানান, উক্ত মারামারির ঘটনায় থানায় নিয়মিত মামলা নথিভূক্ত করা হয়েছে এবং উপ-পরিদর্শক মোহাম্মদ আরাফাত মামলাটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। মামলার বাদী জরিনা খাতুন জানান, মামলা দায়ের করার পর আসামীরা মামলা তুলে আনার জন্য বাড়িতে এসে হুমকী দিয়ে যাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামীদের গ্রেফতার করার জোর চেষ্ঠা অব্যাহত রয়েছে।