ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৮ মার্চ সোমবার উপজেলা পরিষদ প্রশাসনিক হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহমুদুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইঁয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সিনিযর সাংবাদিক ও কমিটির সদস্য মোঃ এনামুল হক বাবুল, বীরমুক্তিযোদ্ধা হাজী গাজী আবদুস সালাম ভূইঁয়ার (বীরপ্রতিক) নামে রাস্তার নামাকরনের প্রস্তাব করেন। বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সমর্থন জানিয়ে বলেন, শহীদ ইলিয়াস উদ্দিন ভূইঁয়া, শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর প্রস্তাবে শহীদ আনিছ আহাম্মদ ভূইঁয়া (মোয়াজ্জেমপুর) নামে আরও একটি সড়কের নাম প্রস্তাব করেন। বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা চেয়ারম্যান বলেন, আজকের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি অনুমোদন সহ প্রস্তাবনা যথাস্থানে প্রেরন করা হবে এবং অতিদ্রুত ৪টি রাস্তার শুরুতে নাম ফলক বসানো হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় নান্দাইলের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে গ্রাম পুলিশদের আসন্ন রমজানে মাঠ পয্যায়ে তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন, আজকের সভায় খুবই গুরুত্বপূর্ন সিদ্ধান্ত হয়েছে। সকল সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা হবে।