শীতকালীন অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইউক্রেনে হামলা করার আগে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন কথা বলেছিলেন চীনের কর্মকর্তারা- বুধবার এ দাবি করেন পশ্চিমা গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্যে এমন খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আসল সমস্যা থেকে নজর সরিয়ে নেওয়া ও অন্যর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে পশ্চিমারা।
নিউইয়র্ক টাইমসের রিপোর্টের প্রতিবাদ জানিয়ে চীন দাবি করেছে, ইউক্রেনের চলমান সমস্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তারা পূর্ব ইউরোপে তাদের পরিধি বাড়িয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আমরা আশা করি যারা এই সমস্যার জন্য দায়ী তারা এ বিষয়টির উপর নজর দেবে। অন্যদের দোষারোপ করার বদলে দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করবে এবং এই পরিস্থিতি নিরসনে শক্তিশালী অবস্থান নেবে।
সূত্র: সিএনএন