ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ১১ টায় চরফ্যাসন উপজেলা প্রাঙ্গনে গরু,হাস-মুরগি ও ঘড় বিতরন করা হয় । সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া মস্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ।
এসময় সুবিধা ভূগিদের প্রতিজনকে ১ টি করে ১৩ টি গরু , ২০ টি হাস, ২০ মুরগি বিতরন করেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন , ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ,চরফ্যাসন প্রেস কাবের সভাপতি আবুল হাসেম মহাজন ,মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ( ফিল্ড সার্ভিস ) মাহমুদা খানম , ইলিস সম্পদ ও ব্যাবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামান অর রশীদ চৌধুরি ,বরিশাল বিভাগের উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার , জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ।