কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা হেফজাতুল করিম বলেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় সবাই বাইরে বের হন। কিন্তু ফুফু অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে পারেননি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
চকরিয়া থানার এসআই রাজিব সরকার বলেন, আগুনে পোড়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।