মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে নেমেই চরম বিপদে। নিউজিল্যান্ডের করা ৫২১/৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানেই অলআউট বাংলাদেশ।
টাইগারদের এই দক্ষিণ আফ্রিকান কোচ আরও বলেন, যদি দুটি ম্যাচের তুলনা করেন তবে আপনি দেখতে পাবেন যে, আপনি এক নম্বর দল হলেও আপনার ফিরে আসার পথে লড়াই করা সত্যিই কঠিন। এই ম্যাচে তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বল টু বল তারা খেলেছে। তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে। আমাদের আরও একটা দিন লড়তে হবে।
উইকেটের চরিত্র নিয়ে প্রিন্স বলেন, আমাদের ব্যাটিং লাইন আপ বেশ কঠিন দিন পার করেছে আজকে। অবশ্যই নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছে। উইকেট নিয়ে সন্দেহ ছিল। গতকাল পিচ কিছুটা নরম ছিল। কিন্তু আজ অনেক দ্রুতগতির হয়ে উঠেছে।
ব্যাটিং পরামর্শক আরও বলেন, গতকালের নরম ভাবটার কারণে আজ কিছু বিভাজন ছিল উইকেটে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুতগতির হয়ে যায় এবং বল পিচে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন হয়ে পড়ে। কিউইদের বলে সুইংও ছিল। তারা আজ বাস্তবিক পক্ষেই দুর্দান্ত বোলিং করেছে।