1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয়

শিরোনাম

নান্দাইলে শীতকে উপেক্ষা করে চলছে ভোট গ্রহন , সরব আইনশৃঙ্খলা বাহিনী

  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ২২২ Time View
কনকনে শীতকে উপেক্ষা করে ভোট সেন্টারে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার আচারগাওঁ  ইউনিয়নের ধরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুশুলী ইউনিয়নে চকমতি ডিএস ফাযিল মাদ্রাসা, মেরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চপই মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগর কুচুরি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপাশা ইউনিয়নের বাশহাঁটী উচ্চ বিদ্যালয় ভোট সেন্টার ঘুরে দেখা যায় ভোট দিতে মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে সরব অবস্থানে দেখা গেছে। ঘন কুয়াশার ছাউনি ও ঠান্ডা হিমেল হাওয়ার মধ্যেই ৭০ থেকে ৮০ ঊর্ধ্ব বয়স্করাও ভোট সেন্টার এসেছে ভোট দিতে।
উপজেলার আচারগাওঁ ধরগাওঁ গ্রামের ফুলবানু (৮৬) বলেন, ভোট আমার কাছে ঈদের মতো। অনেকে বাড়িতে গিয়া আমারে কইছে ভোট দিতে। দুইদিন পরে মরি যাইমু। কথা রক্ষার লাগি বুড়া বয়সেও ভোট দিতাম আইছি।
এ নির্বাচনে ১১টি  ইউনিয়নে ২ লাখ ৬৪ হাজার ৪ শত ১৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪২৮ এবং মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৯৮৭ জন।
১১০টি কেন্দ্রের ৭০৪ বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews