আসন্ন ৫ই জানুয়ারী নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. কামাল উদ্দীন মন্ডলের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জাহাঙ্গীরপুর সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে নৌকার এই বিশাল জনসভা অনুষ্টিত হয়।
সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওনিসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল ইসলাম আকন্দ মিলনের সঞ্চালনায় নৌকার জনসভায় প্র্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাজ্বী আজাদ জাহান শামীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৗকার প্রার্থী কামাল উদ্দীন মন্ডল, নান্দাইল উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক লুৎফুন্নাহার লাকী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম মানিক, মাওলানা একে,এম মোশাররফ হোসেন, ফাইজুল ইসলাম মাষ্টার, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যাংকার শিব্বির আহম্মেদ, যুবলীগ নেতা, আব্দুস সালাম সরকার, ছাত্রলীগ নেতা কায়সার আহম্মেদ, আওয়ামীলীগ নেতা ইবনে আব্দুল্লাহ শাহজাহান, হাফেজ হাবিবুল্লাহ সহ প্রমুখ।