টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কোট বহুরিয়া গ্রামের মৃত পলান মিয়ার ছেলে রাজু মিয়া (২২), বাইমহাটি গ্রামের সাঈদ মিয়ার ছেলে নাদিম (২৭) ও বাদশা মিয়ার ছেলে ফজল (৩৭), গোড়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে সাজেদুল ইসলাম (৪১), গুনটিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে রাশেদুল ইসলাম লালু (২৭) বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতের কাজে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্ততির মামলা দায়ের হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের আটকের চেষ্টা চলছে। শুক্রবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।