“বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকারের সুরক্ষা দাও” এই পতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল শাখার আয়োজনে নান্দাইল মডেল থানার সামনে পুরাতন কৃষি ব্যাংক ভবনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
নান্দাইল শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সেলিম ভূইঁয়ার সভাপতিত্বে ও জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও অত্র সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবুন ফাতেমা পপি, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসেম মো. এনামুল হক, অত্র সংগঠনের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাহসুদুর রহমান মান্না প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল মডেল থানার সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদে শেষ হয়।
এসময় মেশ্রিপুর দাখিল মাদ্রাসার সুপার সালেহ উদ্দিন আকন্দ, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম কাজল, মুশুলী স্কুল এন্ড কলেজের প্রভাষক এনায়েত কমি ভূইঁয়া, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূইঁয়া, অত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার, অর্থ সম্পাদক ও রাজাপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মিনহাজ উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আনিসুজ্জামান ভূইঁয়া সামিউল প্রমুখ উপস্থিত ছিলেন।