কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকায় ফিরার পথে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকার বিভিন্ন টিভি চ্যালেন ও জাতীয় দৈনিক পত্রিকার একদল সাংবাদিক প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল,নান্দাইল উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু সম্পাদক মন্ডলির সদস্য আবু হানিফ সরকার, মানবাধিকার কর্মী সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুদ্দিন ভূইয়া,সাংবাদিক জসিম উদ্দিন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, শাহজাহান ফকির ও রমজান আলী।
প্রতিনিধি দলটি নান্দাইল প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।পাশাপাশি প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকির সফলতা কামনা করেন।।
এসময় আইপি টিভি নিউজ -১০ এর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রাপ্ত মোঃ আবু হানিফ সরকারকে আইডি কার্ড পরিয়ে দেন।