ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে রোববার (৭ই নভেম্বর) একই গ্রামের মাহাতাব উদ্দিনের পুত্র মো. নূরুল ইসলাম সরকারী খাস জমি থেকে ৫০/৬০ হাজার টাকা মূল্যের একটি মেহগনি গাছ দ্রুত কর্তন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শুধু তাই নয় মাঠির নিচ থেকে গাছের নিচের অংশ শিকর সহ উঠিয়ে নিয়ে নতুন মাঠি দিয়ে ডেকে দিয়েছেন।
এলাকাবাসীর নিটক থেকে অভিযোগ পেয়ে গাংগাইল ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তুষার বাবু ঘটনাস্থলে পৌছার পূবেই ১০/১৫জনে মিলে টেলাগাড়ি দিয়ে সমস্ত গাছ নিয়ে যায়। ভূমি কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি উক্ত বিষয়ে নূরুল ইসলামের নামে একটি প্রতিবেদন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সহকারী কমিশনার ভূমি অফিসে জমা দিয়েছেন। উক্ত বিষয়ে নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি স্বিকার করে বলেন, সরকারী খাস জায়গার সাথে আমার জমি রয়েছে। তাই আমি আমার জায়গা মনে করে গাছ কেটে নিয়েছি। সরকারী জায়গায় মাপে পড়লে গাছ ফিরত দিব। নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, গাছটি সরকারী খাস জায়গায় ছিল।