গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
সোমবার (১ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম কণা (২০)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন। অপর নিহতের নাম হাবিব (৪১)। তিনি ঢাকার উত্তরখান এলাকার ফজলুর রহমানের ছেলে। হাবিব দুর্ঘটনা কবলিত বাসের চালক বলে ধারণা করছে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার এসআই হাদিউল ইসলাম ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের ওই বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় পৌঁছালে সকাল সোয়া ১০টার দিকে সামনের অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু এবং অন্তত ৫ যাত্রী আহত হয়। এ সময় স্থানীয় আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এসআই হাদিউল ইসলাম আরও জানান, লাশের পকেট থেকে প্রাপ্ত ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হাবিব ওই বাসের চালক বলে ধারণা করা হচ্ছে।