সাফ চ্যাম্পিয়নশীপে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ৩১ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপ তারপরও আজকের ম্যাচ নিয়ে নির্বার নয়। মালদ্বীপের কোচ সুজাইন আলি বলেই দিলেন, শ্রীলঙ্কার সঙ্গে জয়ের পর ভারতের বিপক্ষে ১ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না।
সাফ চ্যাম্পিয়নশীপে এবারের আসরে এক জয় ও এক ড্রয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে নেপাল শীর্ষে।
মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ নিজেদের তৃতীয় ম্যাচে দুবারের সাফ চ্যাম্পিয়ন স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
মালদ্বীপ তাদের নিজেদের চেনা মাঠে খেলছেন। তাছাড়া র্যাংকিংয়েও আছেন বাংলাদেশ থেকে ৩১ ধাপ এগিয়ে। সুতরাং ম্যাচে ফেভারিট হিসেবেই নামবেন তারা। কিন্তু এতসবের পরও মালদ্বীপ কোচ সুজাইন আলি বলেছেন, এবারের আসরের শ্রীলংকাকে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ১০ জনের দল নিয়েও ভারতকে রুখে দিয়েছে। তাই বাংলাদেশকে কোনোমতেই হালকাভাবে নিতে নারাজ তারা।
সুজাইন আলী বলেন, আমি মনে করি, বাংলাদেশ ভালো দল। পাঁচ দিনের মধ্যে দুই ম্যাচ খেলায় তাদের (বাংলাদেশ) মধ্যে কিছুটা ক্লান্তি থাকতে পারে। কিন্তু এ মুহূর্তে ফলের দিক থেকে তারা দারুণ অনুপ্রাণিত। বিশেষ করে ভারতের বিপক্ষে ড্রয়ের পর।
তিনি বলেন, তারা ভীষণ পরিশ্রম করেছে। ভারতের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ার কারণও এই পরিশ্রম। প্রথম ম্যাচের পর আমরা বেশি বিশ্রাম পেয়েছি কিন্তু তাই বলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না।