ময়মনসিংহের নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচনে সোমবার (৪ঠা অক্টোবর) অংশ গ্রহনকারীদের দাখিলকৃত মনোনয়ন পত্র ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি কর্তৃক প্রার্থীদের উপস্থিতিতে বাছাই সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে মোঃ দুলাল মিয়া, ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সিদ্দিক ও পরিচালক পদে মোঃ রেজাউল করিম ভূইয়া (শরীফ) এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। অপরদিকে চেয়ারম্যান পদে ইয়াহিয়া সুমনের মনোনয়ন পত্র সহ মোট ৯ জনের মনোনয়ন পত্র একাধিক ত্রুটির কারনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড তা অবৈধ বলে ঘোষণা করেছেন। নির্বাচন বোর্ডের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ, জেলা সমবায় কার্যালয়ের তাঁত কর্মকর্তা মোঃ শহীদ মিয়া ও নান্দাইল উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক এ.কে.এম ফজলুল হক।