গাজীপুর মহানগর আওয়ামীলীগের অন্যতম উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক ও নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর শাখার প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন মাস্টার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। শুক্রবার গাজীপুর আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে ব্লাড ডোনেট সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক ছাত্রলীগ নেতা ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলার আনুষ্ঠানিক যৌথভাবে উদ্ধোধন করেন গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতা মোঃ আনিছুজ্জামান সরকার অনিক ও নান্দাইল উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও মোয়াজ্জেমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আজিজুর রহমান কবির।
নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, লেখক কলামিষ্ট মোঃ সাইদুর রহমান. নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি মো. জাকির হোসেন ভূইঁয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ডাঃ মোঃ জাকির হোসাইন, সৈয়দ আহম্মেদ কবির বুলবুল, মোঃ ফজলুল হক বাবুল, নারী নেত্রী জুলেখা নার্গিস, যুবলীগ নেতা সোলায়মান হোসেন, মাইন উদ্দিন মানিক, ইলিয়াস হোসেন, সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান, পুলিশের উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সারাদেশে থেকে স্বেচ্ছায় রক্তদানকারীরা যোগদান করেন। অনুষ্ঠানে সকল অতিথিদের ক্র্যাস্ট ও ফুলের তোড়া, র্টি শার্ট দিয়ে বরণ করেন। সারাদিন ব্যাপী ৩ পর্বে বিভক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলা থেকে এবং গাজীপুর জেলায় বসবাসরত বিপুল সংখ্যক নান্দাইল বাসী অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটি প্রানবন্ত করে রাখে। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন আলম।