1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

জাতীয়

শিরোনাম

শিশুদের অনলাইন গেমের আসক্তি কমাতে চীনের কঠোর পদক্ষেপ

  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১২৩ Time View
ছবি : প্রতীকী

শিশুদের অনলাইন গেমের আসক্তি কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। ১৮ বছরের কম বয়সীদের সপ্তাহে তিন ঘণ্টার বেশি ভিডিও গেম খেলা নিষিদ্ধ করেছে দেশটি।

অনলাইন গেম আসক্তির পর্যায়ে চলে যাওয়ায় এর লাগাম টেনে ধরতে কঠোর সামাজিক হস্তক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চীনের ভিডিও গেম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে। শিশুদের সপ্তাহে তিনদিন সর্বোচ্চ এক ঘণ্টা করে ভিডিও গেম খেলার অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

সপ্তাহে তিনদিন রাত আটটা থেকে নয়টা পর্যন্ত গেম খেলার অনুমতি দেওয়া হবে বলে দেশটির জাতীয় প্রেস ও প্রকাশনা প্রশাসন জানিয়েছে।

এই সময়ের বাইরে শিশু-কিশোরদের খেলার সুযোগ না দেওয়ার জন্য অনলাইন গেমিং কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী সময়সীমা মানা হচ্ছে কী না দেখার জন্য অনলাইন গেমিং কোম্পানিগুলোর ওপর নজরদারিও বাড়ানো হবে।

এর আগে চীনের শিশু-কিশোরদের প্রতিদিন ৯০ মিনিট অনলাইনে গেম খেলার অনুমতি দেওয়া হতো। ছুটির দিনে সর্বোচ্চ তিন ঘণ্টা অনলাইন গেম খেলতে পারতো শিশু-কিশোরা।

চীনের শিশু-কিশোরদের মধ্যে মাত্রাতিরিক্ত অনলাইন গেম খেলার প্রভাব নিয়েই দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিলেন অনেকে। কয়েকদিন আগেই অনলাইন গেমকে ‘আধ্যাত্মিক আসক্তি’ বলে তকমা দিয়েছিল দেশটির একটি গণমাধ্যম। এরই ফলশ্রুতিতে এই পদক্ষেপ নিল চীন।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews