কিশোরগঞ্জে আবু হানিফ হাছু নামে প্রায় দুই ডজন মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবু হানিফ হাছু কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকার বাসিন্দা। গত পৌরসভা নির্বাচনে তিনি ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনকালে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ লোকজন জানান, এলাকাবাসীর কাছে হাছু ছিল এক আতঙ্কের নাম। হাছুর নামে একাধিক হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির মামলা রয়েছে। শহরের এই শীর্ষ অস্ত্রবাজ সন্ত্রাসীকে হত্যার খবরে অনেক ভুক্তভোগী পরিবারের লোকজন মিষ্টিমুখ করে উল্লাস প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
তবে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আবু হানিফ হাছু কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকার নিজ বাসা থেকে বের হন। তিনি সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের শ্যামনগর দনাইল এলাকার জমি থেকে আখ আনতে যান। ওই সময় ওতপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হাছুকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
স্থানীয় ও পরিবারের লোকজন হাছুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হাছুর মৃত্যু হয়।
পুলিশ জানায়, হাছুর নামে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল থানায় দুই ডজনের মতো মামলা রয়েছে। তার নামে হত্যা, নদী ও বাড়িঘর দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া তাকে ঘিরে এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে ওঠে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার