ময়মনসিংহের নান্দাইল উপেজলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের যুবক সুমন হত্যার ঘটনায় এক নারী সহ ১৮ জনের নামে নান্দাইল মডেল থানায় বৃহস্প্রতিবার রাতে মামলা হয়েছে। নিহতের বড় ভাই আবুল হোসেন ওরফে লিটন আকন্দ বাদী হয়ে এ মামলাটি করেছেন। উল্লেখ্য বুধবার (৪ আগষ্ট )সকাল আনুমানিক ১১টার সময় নিহত যুবক সুমন নিজ সাকিনে জমিতে ধানের চারা রোপন করার সময় রসুরপুর গ্রামের সন্ত্রাসী মাসুম,মাসুদ,হারুন, আঃ রাজ্জাক, আজিজুল,জুয়েল,মঞ্জিলা খাতুন,শরিফ নেওয়াজদুলাল, আবুসাঈদ, মাজহারুল হান্নান, ছিদ্দিক, ইমরান, জহিরুল, সাইফুল, কলিমউল্লাহ,শহীদুল্লাহ, মামুন গংদের হাতে খুন হন। ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মোঃ সজীব রহমান এজাহার ভুক্ত আসামী মাসুম, আঃ রাজ্জাক ও আজিজুল হককে গ্রেফতার করতে সম হন। ঘটনার স্থলে দাঙ্গা হাঙ্গামা রোধকল্পে এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন।