1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

জাতীয়

শিরোনাম

এমপি তুহিনের নেতৃত্বে সিসি ক্যামেরার আওতায় নান্দাইল পৌরসদর: উপজেলা চেয়ারম্যান জুয়েল

  • Update Time : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৮৭ Time View

১৫৪ ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে নান্দাইল পৌর সদরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে তথা আইনশৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়ন বৃদ্ধির লক্ষে উপজেলা পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল এক বিবৃতিতে এই প্রতিবেদককে জানান, সংসদ সদস্যের নির্দেশনায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ১০৫টি সিসি ক্যামেরার করা হচ্ছে। ইতিমধ্যে প্রথম ধাপে ৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়ে গেছে।

সিসি ক্যামেরাগুলো স্থাপন হলে নান্দাইল পৌরসভা তথা উপজেলা সদর যেমন ডিজিটাল রূপে রূপান্তরিত হবে, তেমনি রাস্তাঘাটে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ কর্মকান্ডও হ্রাস পাবে। এরকমই আশাবাদ ব্যক্ত করছে প্রশাসন সহ স্থানীয় বাসিন্দারা।

সরজমিনে দেখা যায়, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর সদরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করছে। জানাগেছে, পৌর সদরে স্থাপনকৃত সিসি ক্যামেরাগুলো নান্দাইল মডেল থানা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে।

এ বিষয়ে নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া বলেন, “সিসি ক্যামেরা বসানো হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, “সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। পাশাপাশি ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।”

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews