ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩০ জুলাই) নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা মিলনায়তনে সাবেক চার বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও আবু হানিফ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সমাজ সেবী আব্দুল মান্নান, ডা. ফখর উদ্দিন ভুইয়া, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, রফিকুল ইসলাম মোড়ল, মাওলানা ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা। স্মরণসভা শেষে প্রেসক্লাবের আজীবন সদস্য প্রয়াত সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে নান্দাইল চৌরাস্তা চত্বরে সাধারন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এরপূর্বে জুম্মাহ নামাজবাদ নান্দাইল রোড বাজার জামে মসজিদে তাঁর স্মরনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।