ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়ন সহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে জনসচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করছেন। গেলো শনিবার (৩রা জুন) লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্য বিধি মেনে চলা নিশ্চিত করতে উপজেলা সদর ও নান্দাইল চৌরাস্তা বাজারে জনসাধারনকে অবহিত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, “আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, বিশেষ প্রয়োজনে মাস্ক ব্যবহার করে ঘরের বাইরে বের হবেন এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন।” এছাড়া তিনি আরও বলেন, কাহারও কোন ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমাকে অথবা নিজ নিজ ইউনিয়ন জনপ্রনিধি বা প্রশাসনকে জানাবেন। জরুরী প্রয়োজনে ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহযোগিতা পেতে পারেন। পরে তিনি সকলকে সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।