২০১৮ সালে এ এলাকায় জমি ক্রয় ঘর উত্তোলন বাড়ী ঘর উত্তোলন করি বসবাস করে আসছেন।
ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক নিজাম হাওলাদার বিভিন্ন সময়ে কু প্রস্তাব দেয়। এতে এই গৃহবধূ রাজী না হওয়ায় প্রাণী সম্পদের আওতায় সেমি স্লেটেড পদ্ধতিতে টার্কি পালন প্রদর্শনীরমালিক মোসাঃ রাবেয়ার টারকির খামারে কীট নাশক স্পে দিয়ে ৭০ টি মুরগী ৮০ টি হাস হত্যা করে আওয়ামী লীগ সাধারন সম্পাদক নিজাম হাওলাদার।
এ ছাড়া মধ্য চর তোফাজ্জল দিশারী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় ২০১৬ সালে স্থাপন করা হয় রাবেয়ার বাড়ীতে। এই বিদ্যালয়ের সভাপতি না হতে পেরে নিজাম হাওলাদার রাবেয়া বসত ঘরে আগুন দেয়।এতে ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে দুলারহাট থানা পুলিশের কাছে এজাহার দাখিল করে লাভ হয়নি। নেয়নি মামলা। আরো বপপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ নেতা নিজাম হাওলাদার। রাবেয়ার স্বামী মোস্তফার বাড়ী সংলগ্ন একটি ১০ শতাংশ জমি ক্রয় করলে নিজাম হাওলাদার দলিল করতে দেয়নি।
এ ছাড়া নিজাম হাওলাদারের ছেলে আতিকুর রহমান ও আশিকুর রহমান রাবেয়ার ৮ ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ইভটিজিং করছে নিয়মিত।
গত ইউপি নির্বাচনে আনারস মার্কার বিরোধ করে নৌকায় ভোট দেয়ার অপরাধে মোস্তফা ও তার স্ত্রী রাবেয়াকে মারধর করে।
এখন রাবেয়ার প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন তিনি বাংলার মা শেখ হাসিনার কাছে দাবী কেন আমাকে মামলা দেয়িছে। মিথ্যা মামলা ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক নিজাম হাওলাদারের হাত থেকে রক্ষার দাবী জানান।