1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

জাতীয়

শিরোনাম

থাই রাজা প্রেমিকার রাজকীয় মর্যাদা আবার ফিরিয়ে দিলেন

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৮ Time View

৬৬ বছর বয়সী থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান তার প্রেমিকা সিনিনাতের কাছ থেকে কেড়ে নেয়া রাজকীয় সম্মাননা ও পদ ফিরিয়ে দিয়েছেন। রাজকীয় সম্মানের অপব্যবহারের অভিযোগে গত বছরের অক্টোবরে এগুলো ছিনিয়ে নেয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজদরবারের এক ফরমানে সিনিনাত ওয়ংভাজিরাপাকদিকে তার ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

বিবিসি জানায়,সিনিনাত রাজসঙ্গীর মর্যাদা পাওয়ার কয়েক মাসের মাথায়ই গতবছর অক্টোবরে তার সেই মর্যাদা কেড়ে নেয়া হয়। রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতা, অসদাচরণ এবং রানির সমমর্যাদা লাভের চেষ্টার কারণে তাকে সাজা দেয়া হয়েছে বলে জানানো হয়েছিল রাজপ্রাসাদ থেকে।

থাইল্যান্ডে প্রায় এক শতকের মধ্যে সিনিনাতই প্রথম রাজসঙ্গীর (রয়্যাল নোবেল কনসর্ট) খেতাব পান। তিনি একজন মেজর জেনারেল, প্রশিক্ষিত পাইলট, নার্স এবং রাজকীয় অভিজাত দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন।

গতবছর তার বিরুদ্ধে আনুগত্যহীনতা এবং উচ্চাভিলাষের অভিযোগ ওঠার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় অবস্থান করছেন তাও নিশ্চিত জানা যায়নি। গতবছর রাজা মাহা ভাজিরালংকর্ণ তার চতুর্থ স্ত্রী রানি সুথিদাকে বিয়ে করার পর জুলাই মাসে সিনিনাতকে রাজসঙ্গী উপাধি দেয়া হয়েছিল।

১৯৮৫ সালে জন্ম নেয়া সিনিনাত ওয়ংভাজিরাপাকদি থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দা। তৎকালীন যুবরাজ ভাজিরালংকরান-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নার্স হিসেবে কাজ করেছেন তিনি।

পরে রাজার দেহরক্ষী হিসেবেও কাজ করেন। পাইলট ও প্যারাসুট ব্যবহারে দক্ষতা অর্জনের পর যোগ দেন রাজকীয় রক্ষী বাহিনীতে। ২০১৯ সালের শুরুতে তাকে মেজর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। কয়েক মাস পর রাজা ভাজিরালংকরান নিজের চতুর্থ স্ত্রী রানি সুথিধাকে বিয়ে করার কিছু দিনের মধ্যে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে নিয়োগ পান সিনিনাত।

২০১৬ সালে মাহা ভাজিরালংকর্নের বাবা ভূমিবল আদুলাদেজের মৃত্যু হয়। থাইল্যান্ডের এই রাজা ৭০ বছর ধরে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে ছিলেন। তার মৃত্যুর পর দেশের সংবিধান অনুযায়ী পরবর্তী রাজা হিসেবে অধিষ্ঠিত হন মাহা ভাজিরালংকর্ন।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews