গোপনে গাঁজা চাষের সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালিয়েও গাঁজাচাষী দুলালকে আটক করতে পারেনি। অভিযানে ১৫ কাঠা জমিতে আবাদ হওয়া ১৭০টির উপরে গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এই গাঁজাচাষী দীর্ঘদিন থেকে সেখানে বাণিজ্যিক ভিত্তিতে গাঁজাচাষ করে বিক্রি করে আসছেন। দুলাল গাংনীর মটমুড়া গ্রামের কাসেম আলীর ছেলে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, গাংনী উপজেলার মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করেন দুলাল হোসেন। সেখানে স্থায়ী প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকায় আশপাশের লোকজনের নজরে পড়েনি। গোপন সংবাদে জানতে পেরে বৃহস্পতিবার সকালে গাংনী থানা পুলিশের একটি দল গাঁজা বাগানটিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান গাঁজাচাষী।
দুলালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।