নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় শুক্রবার বিকেলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
সিলেট: নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় শুক্রবার বিকেলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকার এয়ারপোর্ট রোডে বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
গুরুতর আহত হন দক্ষিণ সুরমা এলাকার ওবায়দুর রহমান (৫০), তাজুল ইসলাম (৩৫), আলীমুদ্দিন ও অপর একজন।
কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নারায়ন দত্ত বাংলানিউজকে বলেন, ‘এয়ারপোর্ট থেকে আসা সিএনজির সঙ্গে সিলেট শহর থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়।’