1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

জাতীয়

শিরোনাম

চরফ্যাসনে পুলিশ কর্মকর্তার কান্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩১০ Time View

মাইনউদ্দিন জামাদার, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকীর দিনে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতাপায়ে দাড়িয়ে ছবি তুলেছেন চরফ্যাসন থানার সাব ইন্সপেক্টর হারুন অর রশিদ। ছবিটি ফেইজবুকে ভাইরাল হলে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধিক্কার জানিয়ে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী উঠেছে।

জানা গেছে, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপদাপন অনুষ্ঠানের অংশ হিসেবে চরফ্যাসন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালকে পুষ্পার্ঘ অর্পণের জন্য প্রস্তত রাখা হয়। ১৭ মার্চ, মঙ্গলবার সকালে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন এই ম্যুরালের উপর জুতাপায়ে দাড়িয়ে ছবি তোলেন এসআই হারুন। যা জাতির জনকের প্রতি চরম অবমাননাকর। তাঁকে এমন আপত্তিকর কাজ থেকে বিরত থাকতে বলায় তিনি (এসআই হারুন) উপজেলা প্রশাসনের একাধিক সিনিয়র কর্মকর্তার সাথে অশোভন আচরণ করেন। যা নিয়ে উপস্থিত কর্মকর্তা ও দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এসআই হারুন জেনে শুনে জাতির জনকের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। বিষয়টির বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরী। অভিযুক্ত উপ পরিদর্শন হারুন অর রশিদ জানান, অপরিচ্ছন্ন ম্যুরাল পরিস্কার করার জন্য তিনি জুতা পায়ে উঠেছিলেন। এসময় সেখানে কেউ ছিলেন না। হয় তো দূর থেকে গোপনে ছবিটি করেছিলেন। চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন জানান, ঘটনাটি লজ্জাকর। ম্যুরাল পরিস্কার করার দায়িত্ব পুলিশের নয়। এটা অন্যায় হয়েছে। এজন্য কোন কৈফিয়ত যথেষ্ট নয়।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews