উদযাপন কমিটির সদস্য সচিব খালেদ রহমান মিল্টনের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্মৃতিচারণ, পারস্পরিক আলোচনা, অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ, ক্র্যাস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপার্সন সিআইপি সিস্টার হেলেনা জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এসএ নেওয়াজী ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, সাবেক ছাত্র ও প্রাক্তন চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভুইয়া, মুশুলী ইউপি চেয়ারম্যান ইফতেকার উদ্দিন ভুইয়া বিপ্লব, অধ্যক্ষ মইনুল হোসেন আরজু, সাবেক শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন ছাত্রছাত্রীদের মহা মিলনের সুযোগ করে দেয়। তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা প্রশাসনের বিভিন্ন স্থানে কর্মরত আছেন, মুশুলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন তথা এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীরা অংশ গ্রহন করেন। খুবই সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সদস্য সচিব খালেদ রহমান মিল্টন জানান, প্রতি বছর এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সার্বিক চেষ্টা করা হবে। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল, আলম ফরাজী সহ মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।