সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করে। নেত্রকোনা-৩ আসনের এম.পি সাবেক ছাত্রনেতা অসীম কুমার উকিলকে ২১তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আবারো বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিযুক্ত করায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারন সম্পাদক কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা, ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ। মিছিলে আওয়ামীলীগ ছাড়াও ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।