গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নুরাবাদ ৫নং ওয়ার্ডস্থ মজিবল হাওলাদার বাড়ীর উঠানে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে নুরাবাদ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.রতন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন ,নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলমগীর হাওলাদার, নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউসুব পন্ডিত, মজিব নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধান সম্পাদক ফারুক মাতাব্বর, দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম রিপন পন্ডিত ,হাফেজ মো, জসিম উদ্দিন প্রমুখ। এসময়ে উঠান বৈঠকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ভোটারদের কাছে ভোট চেয়ে তার বক্তব্যে বলেন, আপনারা যদি আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এবং মাদক ও সন্ত্রাস নির্মুল করে নুরাবাদকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো।