র্যালীটি উপজেলা সদরে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে চন্ডীপাশা এলাকায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক সিনিয়ন নেতা মো. শরাফ উদ্দিন ভূইঁয়া, সদস্য সচিব অধ্যাপক আবুল কাসেম লাভলু, পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া, জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বাচ্চু, আওয়ামীলীগে নেতা রফিকুল ইসলাম রেনু, মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া মিল্টন, পৌর ছাত্রলীদের সভাপতি শফিকুল ইসলাম সালাম সহ ১৩ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন। নান্দাইল পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল আওয়ামীলীগ দলীয় নেতাকমী মিছিল সহকারে যোগদান করেন।