রমজান আলী : শহীদ বুদ্ধিজীবী দিবসে মেধাবী ছাত্র – মামুন মিয়ার বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রয়োজনীয় ১০ হাজার টাকা প্রদান করল মিসেস জাহানারা খান বৃত্তি ফাউন্ডেশন।। সংগঠনটির উপদেস্টা মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয় ও সভাপতি, জেলা পরিষদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার নগদ দশ হাজার টাকা মামুন মিয়ার হাতে তুলে দেন। মামুন মিয়া। একজন মাটিকাটা শ্রমিকের ছেলে। ভিটেবাড়ি ছাড়া মামুনের পরিবারের আর কিছুই নেই। এসএসসি পরীক্ষাতে জিপিএ-৫ পেয়েছিল। ২০১৯-২০ শিক্ষাবর্ষে সে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত হাজার শিক্ষার্থীর মাঝে চতুর্থ হয়েছে। এই সুযোগ পেয়েও তাঁর মধ্যে ছিল উৎকন্ঠা। অর্থের অভাবে ভর্তি হতে পারবে কিনা। ঘটনাটি দৈনিক কালেরকন্ঠ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মিসেস জাহানারা খান বৃত্তি ফাউন্ডেশন ভর্তির প্রয়োজনীয় অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, সহকারি কমিশনার ভূমি মাহমুদা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
সূত্র: সোহাগ আকন্দ