স্টাফ রিপোর্ট (ময়মনসিংহ) : “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনিরা সুলতানা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কান্তি বসাক।