থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে কে বা কাহারা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৫৫ হাজার টাকা মূল্যের ১টি ডিজিটাল প্রজেক্টর, ২ হাজার টাকা মুল্যের ১টি পিতলের ঘন্টা সহ বিদ্যালয়ের মূল্যবান কাগজ পত্রাদি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় প্রধান শিক্ষক তীব্র নিন্দা সহ অজ্ঞাত চুরদের চিিহ্নত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।