ছবিতে উপরের বা দিক হতে মোঃ জহিরুল ইসলাম শামীম (নান্দাইল পৌরসভা), মহসিন মিয়া (বীর বেতাগৈর ইউনিয়ন) মোঃ লুৎফর রহমান ভূইয়া (সিংরইল ইউনিয়ন) মোঃ মোজাম্মেল হক মীর (মোয়াজ্জেমপুর ইউনিয়ন), রাকিবুল করিম ভূইয়া (মোয়াজ্জেমপুর ইউনিয়ন) সভাপতি-ঢাকাস্থ নান্দাইল ছাত্রকল্যাণ পরিষদ, মাহবুব আলম খান মোয়াজ্জেমপুর ইউনিয়ন) মোঃ মাহফুজুর রহমান (মোয়াজ্জেমপুর ইউনিয়ন), সাংবাদিক এবি সিদ্দিক খসরু’র মেয়ে সওরীন আক্তার (বাইরুগ্রাম), আগামী ৯ ডিসেম্বর (২০১৯) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠ ও ইডেন কলেজ মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন বক্তা অধ্যাপক ড. তাকাকি কাজিতা (পরিচালক, ইন্সটিটিউট ফর কসমিক রে রিসার্চ, টোকিও বিশ্ববিদ্যালয়)। সমাবর্তনের সভাপতি করবেন মোঃ আব্দুল হামিদ মিয়া (মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
অভিনন্দন রইল