এবারের বিপিএলে সেরা আকর্ষণ সালমান ও ক্যাটরিনা। উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে কাছ থেকে এক নজর দেখার জন্য উন্মুখ সবাই। কখন আসবেন, কীভাবে আসবেন আর কী পারফরম্যান্স করবেন সে আলোচনা সবার মুখে মুখে।
বিপিএল কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে জানা যায়, রোববার সকালে ঢাকায় পা ফেলবেন এ দুই তারকা। অবশ্য তারা আসছেন চার্টার প্লেনে। দিনের বেলা খানিকটা বিশ্রাম আর একফাঁক মঞ্চ দেখে আসতে পারেন। সন্ধ্যায় একসঙ্গে মঞ্চে দেখা যাবে এই দুই তারকাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের বিপিএল উদ্বোধন করবেন। সালমান-ক্যাটরিনা ছাড়াও এবারের মঞ্চে গান গাইবেন ভারতের প্রখ্যাত শিল্পী সনু নিগম ও কৈলাশ খের। কৈলাশ অবশ্য শনিবার দুপুরে ঢাকায় পৌঁছে গেছেন। রোববার দুপুরে সনুও পৌঁছে যাওয়ার কথা রয়েছে।