শুক্রবার সৌদি আরবের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আলভি এমন দাবি করেন।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, যিনি ভারতের বিহার রাজ্যের মুসলিমদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন এবং তার দেশে অভিবাসীদের ঢল নামার আশঙ্কা করছেন।’
পাকিস্তানি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি মিয়া জাহাঙ্গীর ইকবাল ডন-কে বলেন, ‘আজারবাইজানে বাকুতে সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে প্রেসিডেন্ট আলভি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, ওই সময় ভারতের নাগরিকত্ব আইনে আনা সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি (শেখ হাসিনা)।’
বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করে বলেন- ভারত সরকার যদি বিহারের মুসলিমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করবে।’
সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে দাপ্তরিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানি প্রেসিডেন্ট বলেছেন- মুসলিম উম্মাহ কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়লে সৌদি আরব সব সময় তৎপর ভূমিকা পালন করে এবং ভারতে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়টি গুরুত্ব দিতে সৌদির প্রতি আহ্বান জানান তিনি।’
প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন ভারতের মন্ত্রিসভা গত ৪ ডিসেম্বর মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদানের বিধান রেখে নাগরিকত্ব বিল সংশোধনের অনুমোদন দেয়। এই উদ্যোগের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এ আইনের সমালোচনা করেছে।