ঐ দিন মুক্তি বাহিনী ও মুক্তিকামী জনতা কেন্দুয়া থানা কার্যালয়ে হামলা চালিয়ে অস্ত্র ভান্ডারও লুন্টন করে। প্রতিবছরের মত এবারও দিবসটি উদ্যাপনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পষ্পু স্তপক অর্পণ, আনন্দশোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপাপ্ত কমান্ডার ইএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আনন্দশোভা যাত্রা সহ প্রতিটি কর্মসূচীতে অংশগ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।