ত্রিশাল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় সোমবার রাত ৩টার দিকে ময়মনসিংহ থেকে ভালুকাগামী প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ১২-২১৭২ফুলবাড়ীয়া থানায় কর্মরত এএসআই আমিরুল ইসলাম (৩৪)নিজ প্রাইভেটকার চালিয়ে ভালুকা যাওয়ার পথে রায়মনি নামকস্থানে ব্রীজের র্যালীং ভেঙ্গে প্রাইভেটকার চুর্ণ বিছিন্ন হয়ে বিলের পানিতে পড়ে ডুবে যায়।পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মীরা পানিতে আটকে থাকা এএসআই আমিরুল ইসলামের ও তার শ্যালক জাহিদের লাশ ও প্রাইভেটকার উদ্বার করে।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুনিম সারুয়ার জানান, রায়মনি নামকস্থানে ব্রীজের র্যালীং ভেঙ্গে বিলের পানিতে পরে আটকে গেলে ঘটনাস্থল থেকে তাদের লাশ ও প্রাইভেটকার উদ্বার করি। এএসআই আমিরুল ঢাকা যাত্রাবাড়ীর আব্দুল কাদের সিকদারের ছেলে। শ্যালক জাহিদের বাড়ী ভালুকা পৌরসভায়।