শাহজাহান ফকির: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালির বাজারে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ২০টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে আব্দুর রশিদ মেম্বার মার্কেটের রাইস মিল, চালের গুদাম, বেকারি ও তুলার গুদাম সহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাযায়, রাত পনে ১২টার দিকে অগ্নিকান্ড সংগঠিত হয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়দের ধারনা- বৈদ্যুতিক সর্টসার্কিটের ফলে এই অগ্নিকান্ড ঘটে। নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
66total visits,2visits today